Saturday, October 3, 2020

রেড ক্রিসেন্ট সোসাইটি আত্ম মানবতার সেবায় নিবেদিত: শেখ হারুন https://ift.tt/eA8V8J

খুলনা জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা জেলা ইউনিটের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ বলেছেন, ‘রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় আত্ম মানবতার সেবায় নিবেদিত। দুর্যোগকালীন সময় এই সংস্থার স্বেচ্ছাসেবীরা জনকল্যাণে এগিয়ে আসে। এই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা সাম্প্রতিক আইলা, আম্পানসহ প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে থেকে উদ্ধার তৎপরতার পাশাপাশি সবরকম সহযোগিতা করেছে।’

তিনি শনিবার নগরীর সিএসএস আভা সেন্টারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ‘উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস’ কর্মসূচীর আওতায় আয়োজিত প্রাথমিক চিকিৎসা বিষয়ক ৫দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের সেক্রেটারি মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ইউনিটের ভাইস প্রেসিডেন্ট জোবায়ের আহমেদ খান জবা। সূচনা বক্তৃতা করেন ইফনিট কর্মকর্তা মঈনুল ইসলাম পলাশ।
৫দিনব্যাপী এই কর্মশালায় খলনা জেলা যুব রেড ক্রিসেন্টের ২৫জন সদস্য অংশ নিচ্ছেন। প্রেস বিজ্ঞপ্তি

The post রেড ক্রিসেন্ট সোসাইটি আত্ম মানবতার সেবায় নিবেদিত: শেখ হারুন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3cTJZGR

No comments:

Post a Comment