সাতক্ষীরা জেলা বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে শ্যামনগর উপজেলা বিএনপি দীর্ঘদিন ধরে পুরাতন কমিটির কার্যক্রম না থাকায় পুনঃগঠন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১০ টায় মুন্সিগঞ্জ সুশীলন টাইগার পয়েন্টের রাজা প্রতাপাদিত্য হলরুমে এই মতবিনিয়ে সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাসুদুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পিপি অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হবি, শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, জেলা বিএনপির সদস্য আশেক এলাহী মুন্না, শ্যামনগর সদর উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী বাবু, লিয়াকাত আলীসহ শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সাতক্ষীরা জেলার সকল উপজেলার বিএনপির কমিটিকে নতুনভাবে গঠন করতে হবে। সামনে বিএনপির আন্দোলন সংগ্রামে কর্মসূচি দেয়া হবে। বিএনপির সকল ইউনিটের কর্মীদের স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানান।
মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি:
The post শ্যামনগর উপজেলা বিএনপির পুনঃগঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/33uWWnm
No comments:
Post a Comment