পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় ২জন গুরুতর আহত হয়েছে। রবিবার সকাল ৯.৩০ মিনিটে পাটকেলঘাটা পেট্রোল পাম্পের সামনে মোটরসাইকেল ও বাসের সাথে ধাক্কা লেগে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কলারোয়া থানার মৃত মোহাম্মাদ মোড়লের পুত্র আজিজুল হক (৫৫), তার ভগ্নিপতি তালার শ্রীমন্তকাটি গ্রামের মৃত নবাব আলী শেখের পুত্র আব্দার শেখ (৫০) কে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে পাটকেলঘাটা পেট্রোল পাম্পের সামনে পৌছানো মাত্র বিপরীত দিক সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে মটরসাইকেল আরোহী সহ ২ জনই গুরতর আহত হয়। এতে ২ জনেরই পা ভেঙ্গে যায় এবং চোখেমুখে মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা তাদেরকে এম্বুলেন্স যোগে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এব্যাপারে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি থানা হেফাজতে আনা হয়েছে।
The post পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় আহত দুই appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2J4CmTk
No comments:
Post a Comment