Sunday, October 25, 2020

কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন বিট পুলিশিং সভা https://ift.tt/eA8V8J

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার ইউপি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির। কলারোয়া থানায় যোগদানের পর এই প্রথম ওসি বিট পুলিশিং সভা করলেন। তিনি চন্দনপুরের সার্বিক বিট পুলিশিং কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। সভায় চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হারান চন্দ্র পাল। অন্যদের মধ্যে বক্তব্য দেন চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুস্তম আলী, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোসলেম উদ্দিন, চন্দনপুর ইউনিয়ন বিট পুলিশিং এর দায়িত্বপ্রাপ্ত অফিসার থানার এসআই ইস্রাফিল হোসেন, এএসআই রফিকুল ইসলাম, এএসআই রাকিবুল হাসান, ইউপি সদস্য সাংবাদিক হাসান মাসুদ পলাশ, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংবাদিক ফারুক হোসেন, ইউপি সচিব আমিনুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সূধিবৃন্দ। উল্লেখ্য, মাদক, ইভটিজিং,ধর্ষন, বাল্যবিবাহ ও জঙ্গিবাদসহ সকল সামাজিক অবক্ষয় প্রতিরোধে ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে হবে বলে সভায় উল্লেখ করা হয়।

The post কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন বিট পুলিশিং সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34pNxy7

No comments:

Post a Comment