সামিরা ইসলাম
তোমার হাতে হাত রেখে
নকশিকাঁথার মতো
পূর্নিমার আলোয় স্বপ্ন সেলাই করে
করে দেব প্রিয়
মস্তিষ্কের স্নায়ুকোষে থেকে যাবে
আমারি প্রতিচ্ছবি।
ঐ দূরের চর পেরিয়ে নদীর
ঘোলাজলে ভেসে উঠবে
অবসাদের নিরন্তর হৃদস্পন্দনে
শিহরণ জাগাবে কবি
ঢেউয়ের ভাঁজে ভাঁজে সদ্য ফোঁটা
শাপলা হয়ে হাসে প্রাণের রবিবাবু।
প্রেমময় বোধের জাগরণ হোক
রবির কবিতা। তাই
তোমার অন্তর্নিহিত জ্ঞানে হাবুডুবু খায়
আকাশ ও নদী।
The post প্রেমময় বোধ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3ioXwHx
No comments:
Post a Comment