Saturday, October 3, 2020

জলমঙ্গল কাব্য https://ift.tt/eA8V8J

 

মোশ্ রাফি মুকুল

 

মেঘেরা যখন গুমোট মুখে সূর্যটাকে আড়াল করে,

আকাশ তখন গাল ফাঁপিয়ে কান্না করে,

সে-ই ক্রন্দন বর্ষা হয়ে ঝরে পড়ে;

বর্ষা আমার ভাই।

উসর মাঠের শুকনো গা

ভিজিয়ে দেয় আপন হাতে

নানানরকম ফসল ফলায়

কানায় কানায় পুকুর ভরায়-

ডানকুনি মাছ নেচে ওঠে

হৈ হৈ হৈ নব-কিশোর-

কিশোরীরা হল¬া করে।

 

বর্ষা আমার ভাই,

ভাইটি আমার নিজেই ঝরে-

খেত-খামার আর তৃণের মায়ায়।

তার জন্য আমিও তাই

জলমঙ্গল কাব্য লিখি।

বর্ষা আমার বোন।

শ্যামল মাটি,সবুজ পাতায় বাজে

তার-ই মিষ্টি ক্রন্দন।

বোনটি আমার ভালোবাসায় উপচে পড়ে,

তৃষ্ণা পেলে পিয়াস মেটায় গলা ভরে।

টুপ টাপ টুপ টিনের চালে নাচন দেখায়-

ঝম ঝম ঝম সোনামণির হৃদয় নাচায়,

বোনটি আমার বৃষ্টি-শিশির ধানের ডগায়।

জনে জনে ভাগ্য বোনে-

তার জন্য আমিও তাই

জলমঙ্গল কাব্য লিখি…

বর্ষা আমার তমা-

বর্ষা আমার মা,

তার জন্য আমিও তাই অন্যরকম বাঁচতে শিখি,

তার জন্য আমিও তাই জলমঙ্গল কাব্য লিখি-

জলমঙ্গল কাব্য লিখি,জলমঙ্গল কাব্য লিখি।

 

 

 

The post জলমঙ্গল কাব্য appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3irOMR1

No comments:

Post a Comment