সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এসোসিয়েশন সাতক্ষীরার উদ্যোগে ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে সাতক্ষীরা স্টেডিয়াম সংলগ্ন এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে বিকাল ৪.৩০ মিনিটে ‘বৈশ্বিক মহামারীর বার্তা, প্রবীণদের সেবা নতুন মাত্রা’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি ডা. সুশান্ত ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবেদুর রহমান।
বক্তব্য রাখের সহ-সভাপতি প্রফেসর আব্দুল হামিদ (অধ্যক্ষ অব.), সহ-সভাপতি ডা. দিলআরা বেগম (অধ্যক্ষ অব.), প্রফে. মো. লিয়াকত পারভেজ (অধ্যক্ষ অব.), যুগ্ম-সম্পাদক কাজী আবু হেলাল, ডা. হাসান ইমাম (পরিচালক অব. প্রাণি সম্পাদ অধিদপ্তর), মো. ফজলুর রহমান (যুগ্ম প্রধান অব. স্বাস্থ্য মন্ত্রণালয়) উপস্থিত ছিলেন অধ্যাপক অব. ভূধর সরকার, এটিএম মাসুদুর রহমান (সহকারী পরিচালক অব. ইসলামিক ফাউন্ডেশন), দিলীপ চ্যাটার্জী, তৃপ্তি মোহন, ইয়াহিয়া ইকবাল (সিনিয়র শিক্ষক), এ্যাড. মোস্তফা আসাদুজ্জামান দিলু প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মো. শহিদুল রহমান।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন-প্রবীণদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন, বিদ্যমান হাসপাতালগুলোতে প্রবীণদের জন্য বিশেষ স্বাস্থ্য সেবা চালু করা ও একই সঙ্গে প্রবীণদের জন্য প্রতি জেলায় হাসপাতাল স্থাপন করা, ক্রমবর্ধমান প্রবীণদের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সাঞ্জস্য রেখে স্বাস্থ্য সেবার চ্যালেঞ্জ মোকাবেলায় অবকাঠামো নির্মাণ ও প্রশিক্ষিত প্রয়োজনীয় সেবা করবে। গড়ে তোলার জন্য সরকারে প্রতি আহ্বান জানান।
সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু এখন সময়ের দাবি। সঞ্চয় ব্যুারো, পোস্ট অফিস, ব্যাংক, পাসপোর্ট অফিস যানবাহনে প্রবীনদের জন্য বিশেষ সেবা ব্যবস্থা চালু করার দাবি জানানো হয়। প্রেসবিজ্ঞপ্তি
The post সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এসোসিয়েশনের আলোচনা সভা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3jlvkXj
No comments:
Post a Comment