বৃহস্পতিবার দামারপোতা সমাজকল্যাণ পরিষদের ৯ম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে। সেঞ্চুরী একাডেমীর পরিচালক সাবেক ছাত্র নেতা এজাজ আহমেদ স্বপনের দেওয়া গাছের চারা রোপন করেন দামারপোতা সমাজকল্যান পরিষদের সদস্যরা। কর্মসূচিতে ৮নং ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপদেষ্টা আশরাফুজ্জামান খোকন মাস্টারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড মেম্বর ও উপদেষ্টা আব্দুর রাজ্জাক মোল্যা, সাবেক মেম্বর উপদেষ্টা শহীদ মোল্যা, সমাজসেবক ও উপদেষ্টা আব্দুল গফুর বিশ্বাস, উপদেষ্টা মাস্টার হারুনুর রশিদ বিশ্বাস, উপদেষ্টা রিয়াজুদ্দিন সরদার, আব্দুর রশিদ সরদার, উপদেষ্টা রবিউল ইসলাম মিন্টু, পরিষদের সমাজসেবা সম্পাদক গ্রাম ডাক্তার আবু তাহের বাবুসহ অনেকে।
সার্বিক সহযোগিতায় ছিলেন সমাজসেবক ও পরিষদের অন্যতম উপদেষ্টা মো. ফজলুর রহমান মোল্যা এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন তরুণ সমাজসেবক ও পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান বিশ্বাস। অনুষ্ঠানটির আহবায়ক ফজলুর রহমান মোল্যা বলেন-এই বৃক্ষসমূহ দামারপোতা সমাজকল্যাণ পরিষদের তত্ত্বাবধানে থাকবে এবং ভবিষ্যতে ফলবান গাছ থেকে অর্জিত অর্থ জনস্বার্থে ব্যয় করা হবে-ইনশাআল্লাহ।
তিনি এজাজ আহমেদ স্বপনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বৃক্ষরোপনে গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় সন্তুষ্টি প্রকাশ করেন। পরে দামারপোতা হতে বড়দল অভিমুখে পাঁকা রাস্তার দু’ধারে রোপন করা হয় বৃক্ষ এবং দোয়া মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয়। এ বিষয়ে গ্রামের প্রবীন ব্যক্তি মো. আতোশ আলীর বলেন, বৃক্ষরোপন একটি মহৎ কাজ। সাওয়াবের কাজ তো বটেই। আম গাছগুলো রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করবে এবং পথিক গাছের নিচে ছায়ায় বসে প্রাণ জুড়াতে পারবে। তবে গাছগুলো দেখে শুনে রাখতে হবে। যাতে কোন ক্ষয় ক্ষতি না হয়। গাছগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রামবাসীর।
প্রেসবিজ্ঞপ্তি
The post দামারপোতা সমাজকল্যাণ পরিষদের ৯ম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বৃক্ষরোপন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2EQdxIV
No comments:
Post a Comment