Monday, October 26, 2020

দেবহাটায় এক পাগলি মা হয়েছে, বাবা হচ্ছে না কেউ, বিপাকে এলাকাবাসী https://ift.tt/eA8V8J

দেবহাটার শাঁখরা কোমরপুরে এক পাগলীর সন্তান হয়েছে। ফুটফুটে নিষ্পাপ পুত্রশিশুটি পাগলীর কোলে শুয়ে মিটিমিটি হাসছে।
সম্প্রতি রাতের আঁধারে সন্তানসম্ভবা এক পাগলি মায়ের প্রসববেদনায় গগনবিদারী চিৎকার ভারি করে তুলছিল শাখরা-কোমরপুর বাজারের জনপদ। এমন একটি রাতে নির্জন জায়গা থেকে চিৎকারের শব্দ শুনে শব্দকে গন্তব্য করে ছুটে গিয়েছিলেন কিছু মহৎ মানুষ।

তাৎক্ষণিক সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা বিষয়টি জানতে পারেন। তিনি পাশ্ববর্তী জিয়ারুল মিস্ত্রীকে একটি ধাত্রী নিয়ে আসার জন্য বলেন এবং তিনি ধাত্রী আকলিমাকে খবর দেন। তারপর বৃহস্পতিবার রাত ৯টায় দিকে পাগলীটির একটি ফুটফুটে পুত্র সন্তান জম্ম হয়।

স্থানীয়দের মতে, পাগলীটি ৫-৬মাসের মত শাখরা বাজারে আছে এবং বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করতেন। পাগলীর কাছে তার পরিচয় জানতে চাইলে একবার বলছে মৌলভীবাজার, আবার বলছে হবিগঞ্জ। স্বামীর নাম বলছে শুকুর আলী। সে বলছে তার নাকি আরো দুইটি কন্যা সন্ত্রান আছে।

যাদের নাম ফুরফুরি আর সীমা। সে আবারও বলছে তার বাড়ি থানা সায়েস্তাগঞ্জ এবং গ্রাম বলছে মলাটি। বর্তমানে মা ও শিশুটি সুস্থ আছেন। পাগলীটি বাচ্চাটির নাম রেখেছে মাসুম বিল্লাহ (রাজপুত্র)। এদিকে বাচ্চাটি নেওয়ার জন্য অনেক লোকজন ছুটে আসছেন কিন্তু হাল ছাড়ছেন না পাগলীটি।

সন্তানকে বুকের ভিতরে আগলে রেখে বসেই আছে। তবে পাগলীর অস্বাভাবিক আচরণে শিশুটির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে এলাকাবাসী। বর্তমানে জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফার আর্থিক সহযোগীতায় পাগলী ও তার বাচ্চাটি দেখাশুনা করছে ধাত্রী আকলিমা।

কোন সদয়বান ব্যক্তি যদি এই বাচ্চাটির দায়িত্ব নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবা: ০১৭১২৯৬৬২৭৮ ও সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা ০১৭১১৪৪৮৯৫৬।

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি:

The post দেবহাটায় এক পাগলি মা হয়েছে, বাবা হচ্ছে না কেউ, বিপাকে এলাকাবাসী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dZ3gY1

No comments:

Post a Comment