শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ছাত্রী সুস্মিতা মন্ডল (১৯) নিখোঁজের এক বছর পার হতে চলেছে। প্রশাসনের দ¦ারস্থ হয়েও অদ্যবধি সুরাহ পায়নি পরিবার। গত ২৫ ডিসেম্বর ২০১৯ সালের কলেজ থেকে নিখোঁজ হয় সুস্মিতা। এ ঘটনায় ভাই সুমন মন্ডল শ্যামনগর থানায় ১১১৬নং সাধারণ ডায়েরী (জিডি) করে। সে আবাদচন্ডিপুর গ্রামের বিজয় মন্ডলের কন্যা।
পিতা বিজয় মন্ডল জানান, গত ২৫ ডিসেম্বর কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সুস্মিতা। আত্মীয় স্বজনসহ বহু জায়গায় খোজ নিয়ে কোন সন্ধান পাওয়া যায় নি। কন্যার খোজ পেতে প্রশাসনের কাছে দাবী জানিয়েছে হতাশাগ্রস্থ পরিবার।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, পরিবারের পক্ষ থেকে সন্ধান দিলে পুলিশ উদ্ধারের ব্যবস্থা নিবে। তবে, তৎপরতা অব্যহত আছে ওসি জানান।
শ্যামনগর (সদর) প্রতিনিধি:
The post একবছর পার হলেও শ্যানগরের সুষ্মিতার খোজ মেলেনি আজও appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3l6bZtE
No comments:
Post a Comment