Thursday, October 1, 2020

যশোরের দশ নমুনা করোনা পজেটিভ https://ift.tt/eA8V8J

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় আরো ১২টি নমুনা পজেটিভ ফল দিয়েছে। এগুলো যশোর ও মাগুরার।

বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, বুধবার রাতে তাদের ল্যাবে তিন জেলার মোট ৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭০টি নেগেটিভ ফল দিয়েছে। ফলাফল আজ সকালে সংশ্লিষ্ট তিন জেলার সিভিল সার্জনদের অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এদিন ল্যাবটিতে যশোরের ৬১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে দশটি পজেটিভ ফল দেয়।
এছাড়া মাগুরার ১৯টি নমুনা পরীক্ষা করে দুটিতে করোনার অস্তিত্ব পাওয়া যায়। আর নড়াইলের দুটি নমুনা পরীক্ষা করে নেগেটিভ ফল মেলে।

স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী, বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় মোট তিন হাজার ৮৯৫ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিন হাজার ১১১ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৪৬ জন।

যশোর প্রতিনিধি:

The post যশোরের দশ নমুনা করোনা পজেটিভ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3n8EVTS

No comments:

Post a Comment