এমএ রহিম, বেনাপোল (যশোর): প্রান্তিক পর্যায়ে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ছাগল চাষ। দেশে ছাগলের মাংসের চাহিদাও দাম ভাল। তাই অনেকে গড়ছেন দেশি বিদেশী জাতের ছাগলের খামার। ছাগল পেলে স্বচ্ছলতা ফিরছে অনেক পরিবারে। মিটছে পুষ্টিও মাংসের চাহিদা। ঘুচছে বেকারত্ব। লাভবান হচ্ছে খামারীরা।
অভাব অনাটনেরর সংসার ছিল শার্শা সাতমাইল এলাকার লিপি খাতুন ও তুতুল দম্পত্তি পরিবারে। ৮বছর আগে ৪টি ছাগল দিয়ে শুরু করে খামার। বর্তামানে ৬শতাধিক দেশি বিদেশী উন্নত জাতের ছাগল আছে খামারে। বসত বাড়িতেও পাশেই গড়ে তুলেছেন পশুর খামার। তারা স্বামী স্ত্রীসহ ৫জন কর্মচারী দুটি খামারে লালর পালন করছেন ছাগল। পিছন ফিরে তাকাতে হয়নি আর।
ছাগল পালন করেই পরিবারে ফিরেছে স্বচ্ছরতা। গড়েছেন মাছ মুরগিও কবুতরের খামার। লাগিয়েছেন গাছ। তার খামারে কাজ করে অনেকের পরিবারে ফিরেছে সুদিন। লাভ দেখে অনেকের ছাগল পালনে বাড়ছে আগ্রহ। উপকৃত হচ্ছে অনেকেই।
খামারী লিপি খাতুন ও ইকবাল হোসেন তুতুল বলেন, ছাগল পালন করে সংসারে ফিরেছে সুদিন। বাড়ছে ছাগলের সংখ্যা। লাভবান হওয়ায় খুশি তারা। কুরবানীতে ও যেকোন উৎসব আনুষ্ঠানিকতায় ছাগলের মাংসে আছে বাড়তি আশা ও খুশি। আগামীতে খামারটিকে আরও বড় পর্যায়ে নিয়ে যাওয়ার আশা করছেন তারা। ছাগল ও মাছ চাষ লাভবান হওয়ায় বেকার যুবক ও চাষীদের এগিয়ে আসার আহব্বান জানান তারা।
The post যশোরের শার্শায় ছাগল পালনে লিপির পরিবারে স্বচ্ছলতা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/37J4Ig2
No comments:
Post a Comment