Thursday, October 1, 2020

সাতক্ষীরা পৌরকর্মচারী ইউনিয়নের নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা পৌরসভার পৌর কর্মচারী ইউনিয়নের নব নির্বাচিত কমিটি তাদের দ্বায়িত্ব গ্রহণ করেছে। এ উপলক্ষে সাতক্ষীরা পৌরসভায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিদায়ী কমিটির নিকট থেকে নতুন কমিটি তাদের দায়িত্ব গ্রহণ করে।

নব নর্বিাচিত কমিটির সদস্যবৃন্দ হলেন সভাপতি মীরনাছের আলী , সহ-সভাপতি মো. জোহর আলী, সাধারণ সম্পাদক সরোজ কুমার দে, সহ-সাধারণ সম্পাদক মো. রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক, শেখ শফিকুর রহমান, কোষাধ্যক্ষ সুজিত কুমান নাথ, দপ্তর সম্পাদক একেএম শহিদুল ইসলাম, সদস্য মো. শাহিন বিশ্বাস, নাজমুল হুদা। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শেখ শফিক উদ দৌলা সাগর, কাউন্সিলর ও প্রধান নির্বাচন কমিশনার, আকতার হোসেন তালুকদার, হিসাবরক্ষণ কর্মকর্তা ও নির্বাচন কমিশনার, সাতক্ষীরা পৌরসভার সচিব সাইফুল ইসলাম বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী নাজমুলকরীম, সহকারী প্রকৌশলী কামরুল আকতার, প্রধান সহকারী প্রশান্ত প্রসাদ ব্যানার্জী, বিদায়ী কমিটির সভাপতি মীর আজিজুর রহমান, নির্বাচন কমিশনার মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

দায়িত্ব গ্রহণের পরপরই মীর নাছের আলীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরসভার স্বার্থ, নাগরিক সেবা প্রদানে সততা, স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে সকলকে কাজকরার আহ্বান জানানো হয়। পাশাপাশি এ অঙ্গীকার ব্যক্ত করা হয়, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দের যে কোন যৌক্তিক ও চাকরি বিধি অনুযায়ী স্বার্থ রক্ষায় বর্তমান কমিটি সাথে থাকবে।

তবে অন্যায় বা নিয়মবহির্ভুত কোন কাজে সহযোগিতা করবেনা। দায়িত্ব নিয়েই নতুন কমিটি সকলকে সাথে নিয়ে সাতক্ষীরা পৌরসভার মেয়রসহ সাতক্ষীরা পৌর পরিষদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। প্রেস বিজ্ঞপ্তি

 

The post সাতক্ষীরা পৌরকর্মচারী ইউনিয়নের নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34komeW

No comments:

Post a Comment