পাইকগাছায় আগামী ২০ অক্টোবর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে অনুষ্ঠিতব্য উপ-নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে উপজেলা আ’লীগের সভাপতি ও উপ-নির্বাচনে দলীয় প্রার্থী আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।
উপজেলা সংগঠনের সম্পাদক শেখ কামরুল হাসান টিপু যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী।
বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা-কয়রা আসনের এমপি মো. আকতারুজ্জামান বাবু, জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক এমপি এড. সোহরাব আলী সানা, তোরখাদা উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাবেক নেতা শরীফুদ্দীন বাচ্চু, জেলা আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান জামাল, অধ্যাপক নিমাই রায়, অধ্যাপক ডা. মোহা. শেখ শহীদ-উল্লাহ, এড. ফরীদ উদ্দীন, এড. শাহ আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান, এমএ রিয়াজ কচি, জয়ন্তী রানী সরকার, সাবিনা ইয়াসমিন, শিরীন শারমিন।
বক্তব্য রাখেন কয়রা উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরন সাধু, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান লিপিকা ঢালী, শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, মুক্তিযুদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, আবু সাঈদ,সাইফুল ইসলাম,ইউপি চেয়ারম্যান রুহুল আমীন বিশ্বাস, আব্দুল মজিদ গোলদার, কওসার আলী জেয়াদ্দার, কেএম আরিফুজ্জামান তুহিন, রিপন কুমার মন্ডল, জেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ হাওলাদার, সম্পাদক ইমরান হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, শেখ বেনজির আহম্মেদ বাচ্চু, মনছুর আলী গাজী, ইকবাল হোসেন খোকন, নির্মল অধিকারী, গোলাম মোস্তফা, নির্মল বৈদ্য, হেমেশ মন্ডল, শংকর দেবনাথ, শেখ আনিছুর রহমান মুক্ত, মাসুমা বেগম, এড. আবুল কালাম আজাদ, আফি আজাদ বান্টি, ময়না বেগম, রনি প্রমূখ।
সভায় বক্তারা তৃণমূল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দল মনোনীত প্রার্থী আনোয়ার ইকবাল মন্টুর নৌকা প্রতিকের বিজয় ছিনিয়ে এনে প্রধানমন্ত্রীকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা করেছেন। বক্তারা বলেছেন-আমরা কারোর ব্যক্তি বা নেতার অনুসারী নই, আমরা সকলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শের অনুসারী।
The post পাইকগাছায় আ.লীগের বিশেষ বর্ধিত সভা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/36vpkYq
No comments:
Post a Comment