Tuesday, October 6, 2020

জামাতের সাবেক এমপি এড. শেখ আনছার আলীর ইন্তেকাল https://ift.tt/eA8V8J

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সাবেক সদস্য, সাবেক এমপি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব এড. শেখ আনসার আলী ৭৮ বছর বয়সে ৬ অক্টোবর ২০২০ দুপুর ১টায় মস্তিস্কের রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

এড. শেখ আনসার আলীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৬ অক্টোবর এক বার্তায় বলেন, শেখ আনসার আলী কিশোর বয়স থেকেই ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ ছিলেন। ৮০ ও ৯০ এর দশকে গণতান্ত্রিক আন্দোলন ও কর্মসূচিগুলোতে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। ৯০ এর দশকের শেষ দিকে তিনি ঝুঁকি নিয়ে গণতান্ত্রিক আন্দোলনসমূহ সফল করে তোলার দায়িত্ব পালন করেছেন।শ্রমিকদের অধিকার আদায়ে তিনি সব সময় সোচ্চার ভূমিকা পালন করে গেছেন। একজন বিশিষ্ট আইনজীবী হিসেবেও তিনি যথাযথ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে বাংলাদেশে ইসলামের প্রচার এবং প্রসারে তার উজ্জ্বল ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার ইন্তেকালে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গভীর শোক প্রকাশ করেন। প্রেসবিজ্ঞপ্তি

The post জামাতের সাবেক এমপি এড. শেখ আনছার আলীর ইন্তেকাল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3nimP1T

No comments:

Post a Comment