আশাশুনি সংবাদদাতা: বহুদিন পর আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতিদের সিজারিয়ান অপারেশন কাজ শুরু হয়েছে। রবিবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি সফল সিজারিয়ান অপারেশন সম্পন্ন করেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকার।
এ ব্যাপারে জানতে চাইলে ডা. সুদেষ্ণা সরকার বলেন, আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে যোগদানের পর থেকে আমি স্বাস্থ্য সেবার পাশাপাশি সৌন্দর্যবর্ধন এবং পরিবেশ রক্ষার্থে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করেছি। আমার একটা পরিকল্পনা ছিল এই স্বাস্থ্য কমপে¬ক্সে প্রসূতিদের সফলভাবে সিজারিয়ান সম্পন্ন করা। আজ সকলের সহযোগিতায় সেই মহৎ পরিকল্পনাটি বাস্তবায়িত হলো। ভবিষ্যতে আল্ট্রাসনোগ্রামসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি এ ব্যাপারে সকলের সহযোগিতা চান। এ সময় এ্যানেসথেসিয়া হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার। সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন আরএমও ডা. দীপন বিশ্বাস।
The post আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতিদের সিজারিয়ান অপারেশন সম্পন্ন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3cWcNyF
No comments:
Post a Comment