সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরির আজীবন সদস্য পদ গ্রহণ করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন।
শ্যামনগর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে লাইব্রেরির নির্ধারিত চাঁদা দিয়ে আজীবন সদস্য পদ গ্রহণ করেন তিনি। শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি আশেক ই এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। প্রধান অতিথি বক্তব্যে লাইব্রেরির উন্নয়নকল্পে সহযোগিতার আশ^াসপ্রদানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের কথা বলেন।
শ্যামনগর পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, সাংবাদিক রনজিৎ বর্মন, সহকারী অধ্যাপক ফয়সাল আমিন, দীপংকর বিশ^াস, সিএসআরএল কর্মকর্তা পিযুষ বাউলিয়া প্রমুখ।
The post শ্যামনগর পাবলিক লাইব্রেরীর আজীবন সদস্য পদ গ্রহণ করলেন উপজেলা চেয়ারম্যান দোলন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3lh6jgv
No comments:
Post a Comment