কলারোয়ার ৮নং কেরালকাতা ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৩জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। রবিবার (৪ অক্টোবর) এই নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস তাঁর কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোরশেদ আলী (ভিপি মোরশেদ) পেয়েছেন দলীয় প্রতীক নৌকা। আর দুই স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ সরদার পেয়েছেন মোটরসাইকেল
প্রতীক ও নেছার আলী পেয়েছেন আনারস প্রতীক।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস বলেন, ‘প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদের সবাইকে আচরণ বিধিমালা অবহিত করা হয়েছে।
সবাইকে বিধিমালা মেনে নির্বাচন প্রচারণার কাজে অংশ নেয়ার জন্য বলা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার জন্য যা যা করার দরকার
নির্বাচন কমিশন সেটা করতে বদ্ধ পরিকর।’
প্রার্থী ও তাদের সমর্থকদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার নির্দেশনা দিয়ে তিনি আরো বলেন, ‘প্রতীক বরাদ্দের মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় মাঠে নামতে পারবেন প্রার্থীরা।’
তিনি আরো জানান, ‘এই নির্বাচনে ভোট গ্রহণ ২০ অক্টোবর সকাল ৯টা থেকে বিরতীহীন ভাবে বিকাল ৫টা পর্যন্ত। ওই ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৭৪৪৫
জন। এরমধ্যে পুরুষ ৮৭৬১ ও মহিলা ৮৬৮৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি, ভোট কক্ষের সংখ্যা ৪২টি। এর আগে ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো। প্রার্থীদের মনোনয়নপত্র বাঁছাই হয়েছে ২৬ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ছিলো ৩ অক্টোবর। আর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে ৪ অক্টোবর।’
উল্লেখ্য, ৩ প্রার্থী সকলেই আওয়ামীলীগ ঘরণার। নৌকার প্রার্থী সম মোরশেদ আলী (ভিপি মোরশেদ) উপজেলা আওয়ামীলীগের সহ.সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের আব্দুর রউফ সরদার কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ.সভাপতি ও প্রয়াত ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারের ভাই। আরেক স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের নেছার আলী কেরালকাতা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদারের মৃত্যুতে চেয়ারম্যানের পদটি শুন্য হওয়ায় এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে
যাচ্ছে।
আরিফ মাহমুদ, নিজস্ব প্রতিনিধি:
The post কলারোয়ার কেরালকাতা উপ-নির্বাচন: মোরশেদ নৌকা, রউফ মোটরসাইকেল, নেছার আনারস appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2HV8CYu
No comments:
Post a Comment