Sunday, October 4, 2020

ঝাউডাঙ্গায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক দিনমজুর নিহত https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা-যশোর মহাসড়কের  সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া এলাকার ওয়ারিয়া জামে মসজিদের সামনে সড়ক দূর্ঘটনায় এক দিনমজুর নিহত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) বিকাল সাড়ে ৫ঘটিকার দিকে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মুনসুর সরদার(৬০) সদর উপজেলার ওয়ারিয়ার সরদার পাড়ার মৃত ফজর সরদারের ছেলে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, মুনসুর সরদার বিকালে ওয়ারিয়া জামে মসজিদে আসরের নামাজ শেষে বাহির হয়ে রাস্তায় উঠলে পিছন দিক থেকে দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সেখানে সে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
নিজস্ব প্রতিনিধি:

The post ঝাউডাঙ্গায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক দিনমজুর নিহত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/33rbSDg

No comments:

Post a Comment