শ্যামনগর (সদর) প্রতিনিধি: সুন্দরবনে নদী-খালে মা ইলিশ রক্ষায় বন বিভাগের ব্যাপক অভিযান চলমান। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরের দিকে সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা অভিযান চালিয়ে ৪টি নৌকা আটক করেছে।
সুন্দরবনের সুপ্তি-গুপ্তি খালে কাঁকড়া ধরার সময় স্মাট পেট্রোল টিমের দলপতি মো. নাসির উদ্দীনের নেতৃত্বে স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা নৌকা আটক করার সময় কাঁকড়া ধরা জেলেরা দৌড়ে সুন্দরবনে লুকিয়ে পড়ে। তবে, জেলেদের আহরিত কাঁকড়া নদীতে অবমুক্ত করা হয়েছে। সাতক্ষীরা সহকারি রেঞ্জ কর্মকর্তা এসিএফ এমএ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, মা ইলিশ রক্ষায় সুন্দরবনে আগামী ৪ নভেম্বর ২২ দিন নদীখালে মাছ ও কাঁকড়া আহরণ নিষিদ্ধ আছে। কতিপয় জেলে বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে সুন্দরবনে কাঁকড়া ধরা অব্যাহত রেখেছে। তবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে তিনি জানান।
The post মা ইলিশ রক্ষায় বন বিভাগের অভিযানে ৪টি নৌকা আটক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3kA1sHz
No comments:
Post a Comment