Monday, October 5, 2020

কেশবপুরে মিথ্যা তথ্য দিয়ে বিধবা বয়স্ক ও প্রতিবন্ধী কার্ডের নামে টাকা উত্তোলনের অভিযোগ https://ift.tt/eA8V8J

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে মিথ্যা তথ্য দিয়ে বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী কার্ড করে দীর্ঘ দিন টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ৭নং রাজনগর বাঁকাবর্শি ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল ইসলাম তার এলাকার বিভিন্ন ব্যক্তির নামে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে অর্থের বিনিময় বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী কার্ড করে দীর্ঘ দিন টাকা উত্তোলনের সুযোগ করে দিয়েছেন।

 

গত সোমবার সকালে সরজমিনে এলাকা পরিদর্শন করে জানা গেছে, এলাকার মৃত সবর সরদারের পুত্র আমজেদ সরদার নিজে প্রতিবন্ধী না হয়েও প্রতিবন্দীর কার্ড করে এক বছর যাবত টাকা উত্তোলন করছে। তারই আপন বোন রাশিদা খাতুন বিবাহ না করে বিধবা ভাতার কার্ড করে টাকা উত্তোলন করে আসছে। যার বই নং ০৭/৫১। এদের প্রতিবেশি আফসার সরদারের স্ত্রী আবিরন বিবি জাতীয় পরিচয় পত্রে জন্ম তারিখ ১৯৬৯ সালের ৬ জুন অথচ তার নামে বয়স্ক ভাতার কার্ড তৈরী করে ২০১১ সাল হতে ভাতা উত্তলন করে আসছে। অথচ বর্তমান তার বয়স ৫০ বছর হয়নি। একই এলাকার হযরত সরদারের স্ত্রী মকরজান বেগম বিধবা ভাতার কার্ড করেছে। তাদের সাথে কথা বলতে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তার স্বামীকে সাথে নিয়ে প্রতিবেশিদের মাঝে হারিয়ে যায়। এদিকে হযরত সরদারের পুত্র মো. শাহীন আলম একজন সিঙ্গাপুর প্রবাসি। তার নামে প্রতিবন্ধীর কার্ড করে নমিনি হিসেবে তার মাতা দির্ঘদিন টাকা উত্তোলন করছে। এ ব্যাপারে তার মা সাংবাদিকদের বলেন, ছেলে জন্ম প্রতিবন্ধী ছিল। অপারেশনের পরে পা ভাল হয়ে গেলে সে সিঙ্গাপুর চলে যায়। আমি নমিনী হিসেবে তার প্রতিবন্ধী কর্ডের টাকা উত্তোলন করি।

এব্যাপারে এলাকার আব্দুল মান্নান জানান, আমাদের এলাকার রেজাউল ইসলাম মেম্বর বিভিন্ন মানুষের নিকট থেকে টাকা নিয়ে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন প্রকার ভাতা কার্ড তৈরী করে দেয়। অথচ প্রকৃত যারা কার্ড পাওয়ার যোগ্য তাদের কার্ড হচ্ছেনা।
এ ব্যাপারে ইউপি সদস্য রেজাউল ইসলাম বলেন, বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী কার্ড করে কারোর নিকট হতে টাকা গ্রহণের অভিযোগটি সঠিক নয়। বয়স্কদের কার্ড করার সময় বয়েসের ক্ষেত্রে আগে ৪২ বছরে কার্ড করা যেত এখন সেটা ৬০/৬২ করেছে। আপনারা সমাজ সেবা অফিসের সাথে কথা বলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, এলাকাবাসির পক্ষে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছে যা তদন্তের জন্য সমাজ সেবা অফিসারকে দায়িত্ব দিয়েছি।
উপজেলা সমাজ সেবা অফিসার মো. তরিকুল ইসলাম বলেন, অভিযোগের সত্যতা প্রমান হলে কার্ড বাতিল পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

The post কেশবপুরে মিথ্যা তথ্য দিয়ে বিধবা বয়স্ক ও প্রতিবন্ধী কার্ডের নামে টাকা উত্তোলনের অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2SxFwjG

No comments:

Post a Comment