Monday, October 26, 2020

কয়রায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত https://ift.tt/eA8V8J

কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রা উপজেলার সদর ইউনিয়নের সরকারি পুকুর পায় সংলগ্ন একটি মাছের ঘের দখলকে কেন্দ্র করে রবিবার বেলা ১১টায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত হয়েছে। আহতরা হলেন, ঘের মালিক কুদ্দুস গাজী (৪০) ও তার স্ত্রী রেবেকা খাতুন (৩২)।

ভুক্তভোগি ও গ্রামের কয়েক ব্যক্তি জানান, কুদ্দুস গাজীর ৫নম্বর কয়রা গ্রামে সরকারি পুকুরপাড় সংলগ্ন নিজস্ব জমিতে একটি মাছের ঘের আছে। কিন্তু প্রতিবেশী শামীম মুকুল ওই জমি খাস বলে দাবি করে তার নেতৃত্বে ২৫ অক্টোবর জোরপূর্বক দখলে যায়। এ সময় জমি মালিক কুদ্দুস গাজী ও তার লোকজন পিটিয়ে আহত করে কুদ্দুস গাজী ও তার স্ত্রী রেবেকা খাতুনকে।

The post কয়রায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31LLrXv

No comments:

Post a Comment