Monday, October 26, 2020

বিজয়া দশমীতে বিভিন্ন পূজামন্ডপে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিজয়া দশমীতে করোনা পরিস্থিতি উপেক্ষা করে সাতক্ষীরার বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার ধুলিহর, ব্রহ্মরাজপুরসহ বিভিন্ন সার্বজনীন পূজাম-প পরিদর্শন ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নেতৃবৃন্দ। করোনা কালের এই দুর্গাপূজায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে কাছে পেয়ে সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ উচ্ছ্বাস প্রকাশ করেন। পারস্পারিক সৌহার্দ্য সম্প্রীতি এভাবে বজায় রাখতে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে পাশে চান তারা।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলামের নেতৃত্বে পূজাম-প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এসএম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক মনিরুল হোসেন মাসুম, দপ্তর সম্পাদক উপাধ্যক্ষ শাহাজান সিরাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মোনায়েম, সদস্য লোকমান মিয়া, আজহারুল ইসলাম, যুবলীগ নেতা জিএম ওয়াহিদ পারভেজ, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাবেক ছাত্রনেতা তানভীর কবীর রবিন, সাতক্ষীরা জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলামসহ ছাত্রলীগের ও যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

The post বিজয়া দশমীতে বিভিন্ন পূজামন্ডপে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/35Ei2jh

No comments:

Post a Comment