Friday, October 2, 2020

দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে মাদকের বিরুদ্ধে সাইকেল র‌্যালীর প্রস্তুতি সভা https://ift.tt/eA8V8J

‘মাদক কে না বলি, জীবনকে সুন্দর করি’ এই স্লোগানকে সামনে রেখে এবং মাদকের বিরুদ্ধে দেবহাটা উপজেলার সকল জনগনকে সচেতন করার লক্ষ্যে শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় পারুলিয়াস্থ ফেয়ার মিশন কার্য্যালয়ে সাইকেল র‌্যালীর এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

ফেয়ার মিশনের উপদেষ্টা, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের দেবহাটা থানা শাখার সভাপতি মহিউদ্দীন আহম্মেদ লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন।

ফেয়ার মিশনের যুগ্ম সম্পাদক উত্তম কুমারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা রুহুল আমিন, মোস্তফা কামাল, জসিমউদ্দীন মিঠুন, নিজামউদ্দীন. মনিরুল ইসলাম, জাকির হোসেন, আসিফ ইকবাল, আব্দুর হামিদ, ফেয়ার মিশন সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ রানা ও কুলিয়া ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক শাহিন হোসেন, পারুলিয়া ইউনিয়ন সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, সখিপুর সভাপতি ইমরান হোসেন সুমন হোসেন, সেক্রেটারী আসাদুল ইসলাম, গাজীরহাট শাখা সভাপতি আকাশ, সাধারণ সম্পাদক সবুজ, দেবহাটা ইউনিয়ন সভাপতি আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, বদরতলা সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আলমঙ্গীর হোসেনসহ ফেয়ার মিশনের সকল কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয় আগামী ২রা নভেম্বর সোমবার সকাল ৯ টায় কুলিয়ার বহেরা বাজার থেকে শুরু হয়ে পারুলিয়া, সখিপুর, গাজীরহাট, দেবহাটা, টাউনশ্রীপুর হয়ে পারুলিয়া বাসস্ট্যান্ডে শেষ হবে। চলতি পথে ৭টি পথসভা অনুষ্ঠিত হবে এবং পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। র‌্যালীতে ফেয়ার মিশনের ৩ শত সাইক্লিষ্ট অংশ গ্রহণ করবেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে জেলার উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা বক্তব্য রাখবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

দেবহাটা প্রতিনিধি:

The post দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে মাদকের বিরুদ্ধে সাইকেল র‌্যালীর প্রস্তুতি সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34piykG

No comments:

Post a Comment