Friday, October 2, 2020

দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা সড়ক দূর্ঘটনায় আহত https://ift.tt/eA8V8J

দেবহাটা উপজেলা আ.লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সাবেক জেলা আ.লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড. গোলাম মোস্তফা সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন। তিনি আহত অবস্থায় সাতক্ষীরার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অসুস্থ এড. গোলাম মোস্তফাকে দেখতে হাসপাতালে যান জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মুনসুর আহম্মেদ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বৃহষ্পতিবার দুপুর ১ টার দিকে এড. গোলাম মোস্তফা মোটর সাইকেলযোগে সাতক্ষীরা যাওয়ার সময় সবুর সাহেবের পেট্রোল পাম্পের সামনে একটি ট্রাক অসাবধানবশত তাকে ধাক্কা দিলে এড. গোলাম মোস্তফা মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরার হাসপাতালে নিয়ে যান। সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের অনেক স্থানে এমন খারাপ অবস্থা হয়েছে প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা।

আর এতে জীবন সংশয়ে পড়ছেন অনেক পথচারীরা। কিন্তু বিষয়টি কর্তৃপক্ষ রাস্তা মেরামতে কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করছেন না। এড. গোলাম মোস্তফাকে দেখতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পাশাপাশি দ্রুত হাসপাতালে ছুটে যান জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ আসাদুল ইসলাম, সাবেক জেলা আ.লীগ নেতা রফিকুল ইসলামসহ দেবহাটা উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এড. মোস্তফার শারীরিক খোজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

দেবহাটা প্রতিনিধি:

The post দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা সড়ক দূর্ঘটনায় আহত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/33o0EiY

No comments:

Post a Comment