আশাশুনি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিমের সাথে মতবিনিময় করেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির। বৃহস্পতিবার দুপুরে থানা অফিসার ইনচার্জ এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে এবিএম মোস্তাকিম বলেন, উপজেলার প্রতাপনগর, আনুলিয়া, খাজরা ও শ্রীউলা ইউনিয়নে নতুন করে স্বাধীনতাবিরোধী নাশকতা মামলার আসামি সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদকসেবীরা এক হয়ে এলাকায় অরাজকতা সৃষ্টি করে চলেছে এবং সরকারবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। তিনি এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এসময় থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির বলেন, স্বাধীনতাবিরোধী সন্ত্রাসী চাঁদাবাজ নাশকতা পরিকল্পনাকারী এবং মাদক ব্যবসায়ী যত বড় শক্তিশালী ও ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। আশাশুনি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার জন্য যা যা প্রয়োজন আমি তা করবো। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আ ব ম মোসাদ্দেক, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দ্বীপ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, দপ্তর সম্পাদক বড়দল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জগদিস চন্দ্র সানা প্রমুখ।
আব্দুস সামাদ বাচ্চু, আশাশুনি:
The post আশাশুনির বিভিন্ন এলাকায় স্বাধীনতাবিরোধীরা মাথা চাড়া দিয়ে উঠছে: এবিএম মোস্তাকিম appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2Gq5lja
No comments:
Post a Comment