আশাশুনিতে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃৃস্পতিবার সকাল ১১টায় আশাশুনি এতিম ও প্রতিবন্ধি ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আসন্ন দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত বৈদ এর সঞ্চালনায় এসময় থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ প্রতিনিধি শম্ভুজিত মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোম, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, কাদামাটি ইউপি চেয়ারম্যান দিপঙ্কর সরকার দ্বীপ প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় করোনাকালিন সময়, আম্পান পরবর্তী বিধ্বস্ত উপজেলার প্লাবিত এলাকাসহ অন্যান্য এলাকা গুলোতে সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপনে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে উৎসব পালনের দিক নির্দেশনামুলক আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় উপজেলার ১১টি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি-সম্পাদক, উপজেলার ৯৯টি পূজা মন্দিরের কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আব্দুস সামাদ বাচ্চু, আশাশুনি:
The post আশাশুনিতে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে মতবিনিময় appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/33liUcK
No comments:
Post a Comment