বারবার চেষ্টা সত্ত্বেও পৈত্রিক নিবাসে ঢুকতে না দেয়ার ঘটনায় সাবেক অ্যাটর্নি জেনারেল কে এস নবীর দুই নাতিকে বাড়িতে ফিরিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আদেশ দিয়েছেন হাইকোর্ট। ওই দুই শিশুকে তাদের বাসায় নিরাপদে রেখে আসতে ধানমন্ডি থানার ওসিকে নির্দেশ দেয়া হয়।
শনিবার (০৩ অক্টোবর) দিবাগত রাত ১১টা ২০ মিনিটে একটি বেসরকারি টেলিভিশনে এ সংক্রান্ত টকশো শুরু হয়। যা রাত ১২টা ৩০ মিনিটে শেষ হয়। টকশোটি নজরে নিয়ে স্বপ্রণোদিত হয়ে হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. জাকির হোসেন এই আদেশ দেন।
এর আগে রাতে আপিল বিভাগের চেম্বার আদালত বসে কয়েকটি আদেশ দেওয়ার ঘটনা আছে। মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির আদেশ স্থগিত হওয়ার নজিরও আছে। যদিও পরে তা কার্যকর হয়। কিন্তু মধ্যরাতে হাইকোর্ট বসিয়ে আদেশ দেওয়ার ঘটনা বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে বিরল।
এ প্রসঙ্গ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, একটি বেসরকারি টেলিভিশনে আলোচনা হচ্ছিল দুই শিশু নিয়ে। ওই দু’টি বাচ্চা সাবেক অ্যাটর্নি জেনারেল প্রয়াত ব্যারিস্টার কে এস নবীর নাতি। যাদেরকে তাদের চাচা বাসায় ঢুকতে দিচ্ছিলেন না। কিছুদিন আগে এই দুই শিশু বাবাকে হারিয়েছেন। এই টশোতে আমি যুক্ত ছিলাম। টকশোটি হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মোহম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মো. জাকির হোসেনের নজরে আসায় হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে তাৎক্ষণিক আদেশ দেন।
মনজিল মোরসেদ আরো জানান, আদালতের নির্দেশে ধানমন্ডি থানার ওসি রাতেই ওই দুই শিশুকে তাদের পৈত্রিক বাড়িতে উঠিয়ে দিয়েছে।
জানা গেছে, রাজধানীর ধানমন্ডিতে একটি চারতলা বাড়ির মালিক সাবেক অ্যাটর্নি জেনারেল কে এস নবী। উত্তরাধিকার সূত্রে এই বাড়িতে গত কয়েকদিন ধরে ঢুকতে পারছেন না কে এস নবীর ছোট ছেলে সিরাতুন নবীর দুই পুত্র কাজী আদিয়ান ও কাজী নাহিয়ান নবী। ১০ আগস্ট সিরাতুন নবীর মৃত্যুর পর এ দুই শিশু মায়ের কাছে চলে যায়।পরে পৈত্রিক বাসায় ঢুকতে বাধা দেয় তাদের আপন চাচা ও সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী রেহান নবী। জানা গেছে, বাড়িটি এখনও কে এস নবীর নামে। সে হিসেবে বাড়ির উত্তরাধিকার আদিয়ান এবং নাহিয়ানও।
The post ২ শিশুর জন্য মধ্যরাতেই বসলো হাইকোর্ট appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3iqTyhH
No comments:
Post a Comment