Wednesday, December 2, 2020

বেনাপোল চেকপোষ্টে আইজিএম এন্ট্রি কার্যক্রম উদ্বোধন https://ift.tt/eA8V8J

দীর্ঘ জল্পনার কল্পনার পর বন্দর ব্যবহারকারীরদের দাবীর মুখে বেনাপোল চেকপোষ্ট জিরো পয়েন্টে (ইমপোর্ট কার্গো মেনিফেষ্ট) আইজিএম এন্টির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ফলে আমদানিতে ফিরেছে গতি। একই ঘরেই একই ছাদের নিচে হচ্ছে কাজ।

আমদানি-রপ্তানি কার্যক্রম গতিশীলতা বৃদ্ধি ও সহজীকরণ হয়েছে। এক জায়গায় ডাটা এন্ট্রি করার বাঁচছে সময় এবং আমদানি রপ্তানি বৃদ্ধি পেয়েছে।

কাষ্টম হাউজ-বেনাপোল কমিশনার আজিজুর রহমান বলেন, পূর্বে ভারত থেকে সব ধরনের পন্য আমদানিতে বেনাপোল বন্দর প্রবেশের সময় বন্দর, কাষ্টম ও বিজিবি-পৃথক তিন জায়গায় এন্ট্রি করতে হতো। এক্ষেত্রে একটি পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে ঢুকতে প্রায় ২০থেকে ৪০মিনিট সময় লাগতো।

বাড়তো হয়রানি ও সময় ক্ষেপন। আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হতো। সরকারের এই সিন্ধান্তকে ধন্যবাদ জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা।

এম এ রহিম, বেনাপোল (যশোর):

The post বেনাপোল চেকপোষ্টে আইজিএম এন্ট্রি কার্যক্রম উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2VnRVs2

No comments:

Post a Comment