Wednesday, December 2, 2020

শ্যামনগরে চুরি হওয়া ৩০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ: আটক এক https://ift.tt/eA8V8J

শ্যামনগর (সদর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বাজারে ভাই ভাই স্টোর হতে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারের ঘটনায় শ্যামনগর থানা পুলিশ প্রেস ব্রিফিং করেছে।

বুধবার বিকাল ৩টায় শ্যামনগর থানায় প্রেস ব্রিফিং করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ইয়াছিন আলী। প্রেস ব্রিফিং এ তিনি বলেন গত ২১ নভেম্বর নওয়াবেঁকী ভাই ভাই স্টোরে এক দু:সাহসিক চুরি সংগঠিত হয়। এঘটনায় দোকান মালিক শাহিনুর রহমান মামলা দায়ের করে। শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক নূর কামাল ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পদ্মপুকুর ইউনিয়নের রহমান ফকিরের ছেলে শাহিন ফকিরকে আটক করে এবং তার স্বীকারোক্তি মতে চুরি হওয়া বিভিন্ন ব্রান্ডের ৩০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বাকী আসামীদের আটকের চেষ্টা অব্যাহত আছে বলে তিনি জানান। এ সময়ে থানা পুলিশের ওসি নাজমুল হুদাসহ গণমাধ্যমকর্মীরা প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

The post শ্যামনগরে চুরি হওয়া ৩০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ: আটক এক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/33AqFez

No comments:

Post a Comment