আজ ২৩ জানুয়ারি। দৈনিক পত্রদূত পত্রিকা ২৬ পেরিয়ে ২৭-এ পদার্পন করেছে। ২৬ বছর আগে এমনই রৌদ্র ঝলমল সোনালী সকালে আশা আকাক্সক্ষার প্রতিচ্ছবি নিয়ে পাঠকের হাতে পৌছায় দৈনিক পত্রদূত পত্রিকার ১ম সংখ্যা। সেই সূচনা।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদের প্রতিশ্রুতিবদ্ধ দৈনিক পত্রদূত পত্রিকাটি প্রকাশ করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সাবেক এমএলএ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব স ম আলাউদ্দীন। মহান মুক্তিযুদ্ধের সুমহান চেতনাকে সর্বস্তরে ছড়িয়ে দিয়ে একটি সমৃদ্ধ আধুনিক দেশ গড়ার স্বপ্ন নিয়েই পত্রিকাটি যাত্রা শুরু করে। শুরু হয় পথচলা। তারপর অনেক চড়াই উতরাই পেরিয়ে প্রতিনিয়ত অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রাম করতে করতে দৈনিক পত্রদূত আজ পাঠকের প্রিয় পত্রিকায় পরিণত হয়েছে। পাঠকের ভালোবাসাই পত্রদূত’র সাহস। পাঠকের সুচিন্তিত মতামতই প্রেরণা।
বস্তুনিষ্ঠ সত্য সংবাদ পরিবেশনা, সাতক্ষীরার সার্বিক উন্নয়ন ও মানবাধিকার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে ‘যাত্রা শুরু’র যে অঙ্গীকার পত্রিকাটির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীন ২৬ বছর আগে করেছিলেন তা আজ বাস্তবায়িত হচ্ছে। অগণিত পাঠকের ভালোবাসায় সিক্ত হয়ে পত্রদূত এগিয়ে চলেছে। এ অগ্রযাত্রায় শক্তি ও সাহস যুগিয়েছেন জেলাবাসির পাশাপাশি অনলাইন পাঠকেরাও।
দেশ ও জনগণের স্বার্থে দৈনিক পত্রদূত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতে থাকবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হোক পত্রদূতের পথচলা। বস্তুনিষ্ঠ সত্য সংবাদ পরিবেশনায় এগিয়ে রয়েছে পত্রদূত। দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকরা এগিয়ে আসবেন। সত্যের সংবাদে নির্ভীক থাকায় পত্রদূত আজ জনপ্রিয় ও পাঠকপ্রিয় পত্রিকা হিসেবে বিবেচিত।
দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠা বার্ষিকীর এ শুভ লগ্নে সকল পাঠক, গ্রাহক, এজেন্ট, বিক্রয়কর্মী, বিজ্ঞপনদাতা, সংবাদকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
The post সম্পাদকীয়: ২৬ পেরিয়ে ২৭-এ পত্রদূত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2KDDoGW
No comments:
Post a Comment