Friday, January 22, 2021

পা রেখেছে সাতাশে https://ift.tt/eA8V8J

নাজমুল হাসান

বুকের মাঝে সাহস ভরা
আমরা কলম সৈনিক,
অনেক ঝুঁকির মাঝে লিখি
সত্য খবর দৈনিক।

ছাব্বিশকে পেরিয়ে আজ
পা রেখে তাই সাতাশে,
কাটা হবে উৎসব কেক
উড়বে বেলুন বাতাসে।

আমরা কারো চোখ রাঙানো
ভয় পাই না কখনো,
সত্য খবর হয় প্রকাশ
জীবন গেলে তখনও।

জীবন দিলেন প্রতিষ্ঠাতা
স. ম. আলাউদ্দিন,
সব কাগজের সেরা কাগজ
থাকবে হয়ে অমলিন।

The post পা রেখেছে সাতাশে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3o8CU9q

No comments:

Post a Comment