আসন্ন সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ নাসেরুল হককে বিজয়ী করার লক্ষে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের নেতা-কর্মীদের করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পুরাতন মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জেলা সিনিয়র সহ-সভাপতি শিক্ষক নির্মল কুমার দাশ। জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. আব্দুর রহমান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মুলক গুরুত্বপূর্ণ বক্তৃতা করেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. আল মাহমুদ পলাশ।
অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, নৌকা প্রতিকের ভোট প্রার্থনা করেন জননেত্রী শেখ হাসিনার মনোনীত মেয়র প্রার্থী পৌর আওয়ামী লীগ সভাপতি শেখ নাসেরুল হক। পৌর আওয়ামী লীগের ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শেখ মিল্টন হোসেন, ক্রিয়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিন, সাবেক ছাত্রনেতা শেখ আলমগীর হোসেন আলম।
সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জেলা সহ-সভাপতি আব্দুস সোবহান, যুগ্ন-সাধারণ অধ্যাপক আমিনুর রহমান, আহসান হাবিব, শংকর মিস্ত্রি ও মনোরঞ্জন বন্ধ্যোপধ্যায়। সাংগঠনিক সম্পাদক মোছাক সরদার, দপ্তর সম্পাদক শামছুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমা খাতুন, সহ-মহিলা সম্পাদক মনিরা খাতুন, সহ-বন ও পরিবেশ সম্পাদক স্বরসতী বন্ধ্যোপধ্যায়। বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর সভাপতি আসাদুজ্জামান লাবলু ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। সদর উপজেলার যুগ্ম-আহবায়ক মাষ্টার মফিজুল ইসলাম, সদস্য সচিব গাজি কেয়াম উদ্দীন।
পৌর ১নং ওয়ার্ড সভাপতি আনারুল ইসলাম, ২নং ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি শেখ ইসরাফিল হোসেন, ৪নং ওয়ার্ড সভাপতি ফিরোজ হোসেন, ৭নং ওয়ার্ড সভাপতি আনারুল ইসলাম, ৮নং ওয়ার্ড সভাপতি লুৎফর রহমান টুকু, ৫নং ওয়ার্ডের ইউনুছ সরদার, ৬নং ওয়ার্ডের রবিন চন্দ্র সরকার, ৯নং ওয়ার্ডের রওশন আরা বেগম ও মনিরা বেগম, ডা. রেজাউল ইসলাম, জিয়াদ আলী, রবিউল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভাকে আধুনিক পৌরসভায় পরিণত করতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলছে। এ ধারাবাহিকতায় অব্যহাত রাখতে নৌকার বিজয়ে সকলকে কাজ করতে হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি নৌকাকে বিজয়ের লক্ষ্যে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। প্রেসবিজ্ঞপ্তি
The post পৌর নির্বাচনে নেতা-কর্মীদের করণীয় নির্ধারণে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের মতবিনিময় appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3o6SIcH
No comments:
Post a Comment