Friday, January 22, 2021

ডুমুরিয়ায় বাস-মোটর সাইকেল মুখমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত https://ift.tt/eA8V8J

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে জাহিদুর রহমান (২৪) নামের মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বালিয়াখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রানাই গ্রামের জাকির হোসেন খানের একমাত্র পুত্র ও চুকনগর কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী জাহিদ খান সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল চালিয়ে ডুমুরিয়া উপজেলা সদরের দিকে আসছিলেন।

এসময় খুলনা হতে সাতক্ষীরাগামী একটি পিকনিক বাস (ঢাকা মেট্রো জ ১১-০৪৪৩) বালিয়াখালী ব্রিজের পূর্ব প্রান্তের টার্নিং পয়েন্টে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী জাহিদ খান অসাবধানতা বশত: নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে এসে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হন। এসময় বাসটি নিয়ন্ত্ররণ হারিয়ে রাস্তার খাদে ঝুলে পড়ে। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দূর্ঘটনাস্হলে পৌঁছায়ে মরদেহ উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

The post ডুমুরিয়ায় বাস-মোটর সাইকেল মুখমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3649R0O

No comments:

Post a Comment