দেবহাটা ব্যুরো: দেবহাটায় মাদক বিরোধী প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে সদর ইউপি চেয়ারম্যান একাদশকে পরাজিত করেছে দেবহাটা প্রেসক্লাব একাদশ।
শুক্রবার বিকাল ৩টা থেকে দেবহাটা ফুটবল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় প্রথমে ব্যাটে নেমে নির্ধারিত ১২ ওভারে ৪ ইউকেটে ১০১ রান করে সদর ইউপি চেয়ারম্যান একাদশ। ওপেনিং জুটি সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী ও পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র তাদের পক্ষে সবচেয়ে বেশি রান করেন। পরে দেবহাটা প্রেসক্লাব একাদশের পক্ষে ওপেনিং জুটিতে ব্যাটিংয়ে নামেন প্রেসক্লাব সভাপতি আব্দুর রব লিটু ও দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ।
ব্যাটিংয়ে নামার কিছুক্ষণের মধ্যে আব্দুর রব লিটু আউট হলে দপ্তর সম্পাদক আরিফের সাথে সদস্য বায়েজিদ বোস্তামী উজ্জ্বল জুটি বেঁধে নির্ধারিত ১২ ওভারের আগেই ৮ ওভারের ব্যাটিংয়ে ১০৩ রান তুলে প্রেসক্লাবের জয় নিশ্চিত করেন। প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে খেলাটি উপভোগ ও অংশগ্রহণ করেন দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, অর্থ সম্পাদক কবির হোসেন, ক্রীড়া সম্পাদক আরাফাত হোসেন লিটন, কার্য নির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, সদস্য দিপঙ্কর বিশ্বাস, সুমন পারভেজ বাবু, কেএম রেজাউল করিম, খোরশেদ আলম, এসকে অভি, সজল ইসলাম, ফরহাদ হোসেন সবুজ, জিএম নাজমুল হাসান প্রমুখ।
অপরদিকে ইউপি চেয়ারম্যান একাদশের খেলোয়াড়দের মধ্যে খেলায় অংশগ্রহন ও উপভোগ করেন ইউপি সদস্য আরমান হোসেন, মাহবুবর রহমান বাবলু, আজগার আলী, সখিপুরের ইউপি সদস্য হাফিজুর রহমান হাফিজ, সাবেক ছাত্রনেতা আব্দুস সালাম, বিআরডিবি’র কর্মকর্তা রাকিব হোসেন প্রমুখ। সমগ্র খেলাটিতে আম্পায়ারের দায়িত্ব পালন করেন দেবহাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য এমএ মামুন ও উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি মনিরুল ইসলাম মনি।
The post দেবহাটায় প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে প্রেসক্লাব জয়ী appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3qHDFIj
No comments:
Post a Comment