Wednesday, January 20, 2021

শ্যামনগরে পরোয়ানাভূক্ত ৯আসামী গ্রেপ্তার https://ift.tt/eA8V8J

শ্যামনগর (সদর) প্রতিনিধি: শ্যামনগর থানা পুলিশ পরোয়ানাভূক্ত ৯জন আসামীকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতের বিভিন্ন সময়ে শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই খবির হোসেন, উপ-পরিদর্শক মো. মনির হোসেন ও উপ-পরিদর্শক হাবিবের নেতৃত্বে পুলিশ দল আসামীদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

পরোয়ানা ভূক্ত ৯আসামী হল-গুমানতলী গ্রামের মতিয়ার রহমানের ছেলে শরিফুল ইসলাম ও একই গ্রামের ফরেজ আলী সরদারের ছেলে মুজিবর সরদার ওরফে মজিদ (মামলা নং- জিআর ২৬/২০), বংশীপুর গ্রামের রুস্তুম গাজীর ছেলে ইউছুপ গাজী (মামল নং-জিআর- ১৯১/২০), জয়নগর গ্রামের আবুল কাশেম সানার ছেলে তরিকুল ইসলাম ও আব্দুল মজিদ সানার ছেলে আবুল কাসেম সানা (মামলা নং-জিআর ২৯/২০), ভেটখালী গ্রামের মৃত রাখাল চন্দ্র যোর্দারের ছেলে নিরাপদ যোর্দার (মামলা নং-জিআর ২০/২০), খোসালখালী গ্রামের গোলাম রব্বানীর ছেলে ইসমাইল হোসেন (মামলা নং- জিআর ২৩৩/১৬) এবং গোবিন্দপুর গ্রামের মৃত শোকর আলী গাজীর ছেলে জুব্বার গাজী ও জুব্বার গাজীর ছেলে খলিল গাজী (মামলা নং-জিআর ৩৭৬/২০)।

শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, আদালতের ঘোষনায় আসামীরা পরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘদিন নিজ নিজ বাড়িতে অবস্থান করছিল। একপর্যায়ে আদালতের নির্দেশ মতে আসামীদের গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

The post শ্যামনগরে পরোয়ানাভূক্ত ৯আসামী গ্রেপ্তার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3o3wEj8

No comments:

Post a Comment