কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে একটি পুকুর থেকে ১৫দিন ধরে মাটি কেটে নেয়া হচ্ছে দুই ইটভাটায়। ফলে হুমকির মুখে পড়েছে ৩টি বসতবাড়ি, কবরস্থান, গরুর ফার্মসহ বায়োগ্যাস প্লান্ট। কেউ বাঁধা দিলে প্রভাবশালীরা তাদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ। ফলে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।
জানা গেছে, উপজেলার শ্রীরামপুর গ্রামের দফাদার পাড়ায় শতাধিক পরিবারের বসবাস। ওই গ্রামের প্রভাবশালী মমতাজ আলী মিন্টু ইটের প্রধান উপকরণ মাটি বিক্রির চুক্তিপত্র করেন শ্রীরামপুর বাজারের পাশে অবস্থিত গোল্ড ব্রিকস ও গাজী ব্রিকস ইটভাটা মালিকের সাথে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপণ নিয়ন্ত্রণ আইন-২০১৩ অনুযায়ী আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার ও ফসলি জমির এক কিলোমিটারের মধ্যে থেকে মাটি কাটা যাবে না। কিন্তু এ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মমতাজ আলী মিন্টু দফাদার পাড়ার মাস্টার সোলাইমান হোসেন ও মাস্টার আব্দুর রশিদের বাড়ির পেছনের পুকুর থেকে গত ১৫/১৬ দিন ধরে মাটি কাটা অব্যাহত রেখেছেন। ওই পুকুরের উত্তরে বায়োগ্যাস প্লান্ট, কবরখানা, পশ্চিমে সমতল ভূমি, পূর্বে গরুর ফার্ম ও দক্ষিণে ৩টি বসতবাড়ি রয়েছে। যা হুমকির মুখে পড়েছে। এছাড়া মাটি বহনের কারণে ইটে সোলিং রাস্তা দেবে নষ্ট হয়ে গেছে। ৫দিন আগে এলাকার শিক্ষক রুহুল আমীন মাটি কাটাতে নিষেধ করায় তাকে হুমকি দেয়া হয়েছে। এলাকাবাসি পুকুর গভীর করে মাটি কাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এব্যাপারে মমতাজ আলী মিন্টু বলেন, ক্ষতির কথা বিবেচনা করে মাটি কাটা বন্ধ করা হয়েছে। কাউকে হুমকি দেয়ার ঘটনা সঠিক নয়।
The post কেশবপুরে আইন না মেনে পুকুর খননে হুমকিতে বসতবাড়ি: মাটি যাচ্ছে ইটভাটার পেটে appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2M99PgG
No comments:
Post a Comment