Tuesday, January 5, 2021

দেবহাটায় আশ্রায়ন প্রকল্পের ঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক https://ift.tt/eA8V8J

দেবহাটা ব্যুরো: সাতক্ষীরার দেবহাটায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় সদ্য নির্মিত ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. শাহীন ইমরান ও সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

সোমবার সন্ধ্যায় দেবহাটা উপজেলার কোমরপুরে সদ্য নির্মান শেষ হওয়া হতদরিদ্র ও গৃহহীন বেলোয়ারা খাতুন, আম্বিয়া খাতুন ও সুফিয়া খাতুনের জন্য নির্মিত সরকারী বাসগৃহের কাজ পরিদর্শন করেন তারা। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা, স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলীমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে দেশের গৃহহীন প্রত্যেক পরিবারকে সরকারি অর্থে এবং জমিতে বাসগৃহ নির্মাণ করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নে আশ্রায়ন প্রকল্পের আওতায় দেবহাটা উপজেলাতে প্রথম ধাপে অনুমোদিত ১৯টি বাসগৃহ নির্মাণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের তত্ত্বাবধানে এ প্রকল্পের প্রত্যেকটি বাসগৃহ সরকারি জমিতে এবং সরকারি এক লক্ষ একাত্তর হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজ এগিয়ে চলেছে।

The post দেবহাটায় আশ্রায়ন প্রকল্পের ঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3pRbAxU

No comments:

Post a Comment