কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: শ্রীরামপুরে চাচা তার জানমালের ক্ষতি হওয়ার আশঙ্কায় ভাইপোর নামে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরী করায় ভাইপো ক্ষিপ্ত হয়ে উঠেছে। যার জন্য চাচাসহ তার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সদর থানার ডায়েরী সূত্রে জানা যায়, গত ২জানুয়ারি সকাল ১১টায় শ্রীরামপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র রিপন গাইন (২৫) চাচা মাহমুদুল আলমের জমি অবৈধভাবে দখল এবং জোর করে বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটার সময় চাচা বাঁধা দিলে ভাইপো রিপন চাচাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারধর করতে যায়। এছাড়া চাচাসহ পরিবারের সবাইকে প্রাণনাশের হুমকি দেয়। এব্যাপারে চাচা নিরাপত্তার জন্য সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করে। ডাইরী নং-৫৫, তাং-০২-০১-২০২১। ডায়েরী করার কারণে ভাইপো আরও ক্ষিপ্ত হয়ে চাচার বাঁশ ঝাড় থেকে কয়েকটি বাঁশ জোর করে কেটে নিয়েছে এবং চাচার পৈত্রিক সম্পত্তিতে জোর করে ঘর বাঁধতে ও জমিতে গাঁছ রোপন করার চেষ্টা চালাচ্ছে এবং পরিবারের সবাইকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
The post জিডিতে ক্ষিপ্ত ভাইপো: নিরাপত্তাহীনতায় চাচার পরিবার appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/35bKbPi
No comments:
Post a Comment