সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামে মাছের ঘেরের পানিতে ডুবে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু রাজমি আক্তার গোবিন্দকাটি গ্রামের নাজমুল ইসলাম রানার মেয়ে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির উঠানে খেলা করছিল রাজমী আক্তার। সকলের অগচরে বাড়ির পাশে মাছের ঘেরে পড়ে যায়। পানি থেকে উঠানোর আগেই মারা যায় মেয়েটি। ঝাউডাঙ্গা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য প্রার্থী আজাদ হোসেন জানান, শিশুর সকালে মাছের ঘেরের পাশে গিয়ে পানিতে পড়ে যায়। দ্রুত উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে বলে জেনেছি। ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিনিধি:
The post ঝাউডাঙ্গার গোবিন্দকাটি গ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/362fxZ6
No comments:
Post a Comment