কলারোয়া প্রতিনিধি: সপ্তাহ পেরুলেই ৩০ জানুয়ারি, শনিবার কলারোয়া পৌরসভার তৃতীয় নির্বাচন।
শেষ মুহূর্তের জমজমাট প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর দীর্ঘবছর সীমানা জটিলতার মামলা থাকায় সেই মামলা নিষ্পত্তির পর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১১ সালে। এবার তৃতীয় বারের নির্বাচনে ভোটযুদ্ধে লড়ছেন ৪ মেয়র ও ৫২ কাউন্সিলর প্রার্থী। সহকারী রিটার্নিং অফিসার ও কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, ‘নিয়ম অনুযায়ী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হওয়ার পর এখন প্রচার প্রচারণায় ব্যস্তসময় পার করছেন প্রার্থীরা।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনী প্রচারণায় প্রার্থী ও সমর্থকদের শান্তিপূর্ণ পরিবেশ ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন করার আহবানও জানান তিনি। কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতার জন্য মনোনয়নপত্র জমা দিলেও স্ত্রীর সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় এখন মূলত: নির্বাচন করছেন ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত ৩ টি আসনে (মহিলা) কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন। মেয়র পদে যে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন তারা হলেন-আওয়ামী লীগের মাস্টার মনিরুজ্জামান বুলবুল (নৌকা), বিএনপি’র শেখ শরীফুজ্জামান তুহিন (ধানের শীষ), স্বতন্ত্র সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু (মোবাইল ফোন), আক্তারুল ইসলাম (নারিকেল গাছ), তার সহধর্মিণী নার্গিস সুলতানা (জগ)। তবে সোমবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ান্রো ঘোষণা দেন দুই দুই বারের নির্বাচিত মেয়র আক্তারুল ইসলাম। ফলে মেয়র পদে নির্বাচনী মাঠে রইলেন ৪ জন। এছাড়া, সাধারণ কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ও সংরক্ষিত ৩টি ওয়ার্ডে লড়ছেন যাঁরা তাঁরা হলেন- ১ নং ওয়ার্ড ৪ জন, এরা হলেন-এসএম মফিজুল হক (উটপাখি), জিএম শফিউল আলম (ডালিম), মেহেদী হাসান (টেবিল ল্যাম্প), মো.আসাদুজ্জামান (পানির বোতল)। ২নং ওয়ার্ডে ৬ জন, এরা হলেন- মো. তুহিন হোসেন (পাঞ্জাবি), আব্দুল হাকিম (গাজর), মো. সাইদুজ্জামান (পানির বোতল), এসএম কামরুজ্জামান বাবু (ব্ল্যাক বোর্ড), শেখ বদিউজ্জামান (ডালিম), শেখ রবিউল ইসলাম (উটপাখি)। ৩নং ওয়ার্ডে ৪ জন, তাঁরা হলেন-মো. রফিকুল ইসলাম (উটপাখি), আসাদ খাঁন (পাঞ্জাবি), এএসএম এনায়েতুল্লাহ খাঁন (ডালিম), মো. মুজাহিদুল ইসলাম (পানির বোতল)। ৪নং ওয়ার্ডে ৪ জন, এরা হলেন-মো. মেজবাহ উদ্দীন (টেবিল ল্যাম্প), মো. মাগফুর রহমান রাজু (পাঞ্জাবি), আমানুল্লাহ (উটপাখি), মো. শরীফুজ্জামান (ডালিম)। ৫নং ওয়ার্ডে ২ জন, এঁরা হলেন-শেখ জামিল হোসেন (উটপাখি) ও সঞ্জয় সাহা (ডালিম)। ৬নং ওয়ার্ডে ৪ জন, এঁরা হলেন-মো. আলফাজউদ্দীন (উটপাখি), মো. শফিউদ্দীন বিশ্বাস (পাঞ্জাবি), মো. আবু জাফর সরদার (ডালিম) ও মো. আজহারুল ইসলাম, (পানির বোতল)। ৭নং ওয়ার্ডে ৪ জন, এঁরা হলেন-মো. জাহাঙ্গীর হোসেন (ডালিম), মো. আজিজুর রহমান (উটপাখি), মো. আরিজুল মোড়ল (পাঞ্জাবি), মো. সাইদুর রহমান মল্লিক (পানির বোতল) । ৮নং ওয়ার্ডে ৬ জন, এরা হলেন-শেখ ইমাদুল ইসলাম (পানির বোতল), মো. মোস্তাফিজুর রহমান (টেবিল ল্যাম্প), গোষ্টচন্দ্র পাল (ব্রিজ), শেখ আব্দুস সাত্তার (পাঞ্জাবি), শেখ মাহফুজুর রহমান (উটপাখি) ও আবজাল হোসেন (ডালিম)। ৯নং ওয়ার্ডে ৫ জন। এঁরা হলেন-মো. আকিমুদ্দীন দফাদার (ডালিম), মো. মোস্তাাফিজুর রহমান (পাঞ্জাবি), মো. রুহুল কুদ্দুস (পানির বোতল), মো. শওকত হোসেন (টেবিল ল্যাম্প), মো. আব্দুল লতিফ সরদার (উটপাখি)।
সংরক্ষিত আসন ১ এ মহিলা কাউন্সিলর পদে (১, ২, ৩) নং ওয়ার্ডে ৪ জন। এরা হলেন: মোছা. ফারহানা হোসেন (টেলিফোন), রেজওয়ানা আক্তার (বলপেন), মোছা. সালমা আক্তার (চশমা) ও নাজমা বেগম (আনারস), সংরক্ষিত আসন ২ এ (৪, ৫, ৬) নং ওয়ার্ডে ৪ জন, এরা হলেন- সন্ধ্যা রাণী বর্মণ (জবা ফুল), মোছা. খালেদা আক্তার (চশমা), মোছা.সেলিনা পারভীন (টেলিফোন) ও মোছা. রেশমা খাতুন (আনারস) এবং সংরক্ষিত আসন ৩ এ (৭, ৮, ৯) নং ওয়ার্ডে ৫ জন, তাঁরা হলেন-মোছা. শাহানাজ খাতুন (আনারস), রূপা খাতুন (চশমা), দিথী খাতুন (আংটি), হাসিনা আক্তার (জবা ফুল) ও জাহানারা খাতুন (টেলিফোন)। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২১,২৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০,২৮৪ ও মহিলা ভোটার ১০,৯৯৬ জন।
The post শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় জমজমাট কলারোয়া পৌরসভা নির্বাচন: প্রার্থী: মেয়র ৪, কাউন্সিলর ৫২ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3sHRVT8
No comments:
Post a Comment