Friday, January 1, 2021

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত https://ift.tt/eA8V8J

সাতক্ষীরায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় শহরের সঙ্গিতা মোড় এলাকায় জেলা ছাত্রদলের আয়োজনে এ আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান শরিফের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন।

এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ সভাপতি মনজুরুল মোর্শেদ মিলন, রাকিবুল ইসলাম রাকিব, রফিকুল ইসলাম, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ সম্পাদক খালিদ হাসান সুমন, আসিফ ইকবাল, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মনজুরুল আলম বাপ্পি, শহর ছাত্রদলের আহবায়ক হাজী আইয়ুব আলী, সদস্য সচিব শাহিন ইসলাম প্রমুখ।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় জেলা ছাত্রদল, সদর উপজেলা ছাত্রদল, শহর ছাত্রদলসহ বিভিন্ন উপজেলা ও কলেজ ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এস.কে.এম আবু রায়হান।

নিজস্ব প্রতিনিধি:

The post সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3rNn6MC

No comments:

Post a Comment