খুলনাগামী ‘নকশীকাঁথা এক্সপ্রেস’ নামক ট্রেনে পাথর নিক্ষেপ করে জানালার গ্লাস ভেঙেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে খুলনার বেজেরডাঙ্গা ও নওয়াপাড়া এলাকায় পৃথক এ পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এতে যাত্রী আহতসহ ট্রেনের জানালার গ্লাস ক্ষতিগ্রস্থ হয়েছে।
থামছে না চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা। প্রতিদিন পাথর নিক্ষেপে কোথাও না কোথাও দুর্বৃত্তদের নিক্ষিপ্ত পাথরে গুরুতর আহত হচ্ছেন ট্রেনের যাত্রীসহ কর্তব্যরত রেল কর্মচারীরা।
খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ‘নকশীকাঁথা এক্সপ্রেস’ ট্রেনটি গোয়ালন্দ ঘাট থেকে খুলনা রেলস্টেশনে আসার পথে পাথর নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৮টা ১৩ মিনিটে নওয়াপাড়া এলাকায় এবং ৯টা ৫ মিনিটে ফুলতলার বেজেরডাঙ্গা পৃথক দু’টি স্থানে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।
হামলায় ট্রেনের বেশ কয়েকটি জানালার গ্লাস ভেঙ্গে গেছে। আহত হয়েছে আব্দুল্লাহ (৩৫) নামে এক যাত্রী।
খুলনা প্রতিনিধি:
The post খুলনার বেজেরডাঙ্গা ও নওয়াপাড়া এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ১ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/38T7iz0
No comments:
Post a Comment