গাজী হাবিব রেহমান
চলতি পথে পেরিয়ে ছাব্বিশ
দিয়েছে খবর কুড়িয়ে,
চোখ রাঙানি উপেক্ষা করে
বাঁধার দেয়াল গুড়িয়ে।
বুকের ভেতর অসীম সাহস
কলমে খুব জোর,
স্বপ্ন অপার আশা-আকাক্সক্ষার
আনে রঙিন ভোর।
দেখতে দেখতে গেছে কেটে
ছাব্বিশটা বছর পার
সাতাশ এখন এই পত্রিকার
আলো জ্বলে তাঁর।
কারো কারো চোখ রাঙানি
ভয় পাননি যিনি,
থাকবেন বেঁচে হাজার বছর
পত্রদূত আর তিনি।
সত্য খবর প্রকাশ করে
হলেন যিনি খুন,
সাতক্ষীরাবাসী চিনে তাঁরে
ভক্ততে দশগুন।
কালের ¯্রােতে আছে টিকে
শক্ত হাতে হাল,
থাকবে এমন সারা জীবন
উড়িয়ে নতুন পাল।
ঢেউয়ের পরে ঢেউ গাঁথা তার
পড়ছি রাত্রি দিনে
শুভ কামনা আর অভিনন্দন
পত্রদূতের জন্মদিনে।
The post পত্রদূতের জন্মদিনে appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3sTA8bC
No comments:
Post a Comment