Saturday, January 23, 2021

যশোরের শার্শায় অপহরণের তিনদিন পর ২৪ দিন বয়সী উদ্ধার: বৌমা ও শ্বশুর আটক https://ift.tt/eA8V8J

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় অপহৃত ২৪ দিন বয়সের শিশু তামিমকে ৩ দিন পর কলোরোয়া সীমান্ত এলাকা থেকে উদ্ধার করেছে যশোর পিআইবি সদস্যরা। ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ বৌমা ও শ্বশুরকে আটক করা হয়েছে।

 

উদ্ধারের পর শিশুটিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। আটকৃতরা হচ্ছেন, সাতক্ষীরা কলোরোয়া থানার সোনাবাড়িয়া গ্রামের অপহরণকারী মিলন গাজীর স্ত্রী সালমা খাতুন (২৩) ও তার শ্বশুর বাছের গাজীর ছেলে লুৎফর গাজী। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই হেফাজতে নেওয়া হয়েছে। শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, বৃহস্পতিবার বিকালে শার্শার বাগআচড়া এলাকা থেকে শিশুটি অপহৃত হওয়ার পরই তাকে উদ্ধারের জন্য মাঠে নামে পুলিশ। শার্শা থানা পুলিশ ও পিবিআইয়ের যৌথ প্রচেষ্টায় শনিবার রাতে কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া গ্রামের লুৎফর রহমান গাজীর বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত থাকায় সালমা খাতুন ও তার শ্বশুর লুৎফর গাজীকে (৫৫) আটক করা হয়েছে।

The post যশোরের শার্শায় অপহরণের তিনদিন পর ২৪ দিন বয়সী উদ্ধার: বৌমা ও শ্বশুর আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2MjCUGk

No comments:

Post a Comment