Thursday, January 21, 2021

শ্যামনগরের কৈখালীতে ভাঙন এলাকায় রাতের আঁধারে বসানো হচ্ছে পাইপ https://ift.tt/eA8V8J

রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: সুপার সাইক্লোন আম্পানের ক্ষত এখনো দগদগে। বৈশ্বিক মহামারি করোনায় থাবা হিমশিম খাচ্ছে মানুষ। ভেঙে যাওয়া বাঁধ এখনো সংস্কারের অপেক্ষায়। দুর্গত এলাকার মানুষ এখনো গোনে গোনে আতঙ্কে রাত কাটায়। এমনই দু:সহ সময়ে উপকূলীয় এলাকায় শুরু হয়েছে রাতের আঁধারে বেড়িবাঁধ কেটে পাইপ বসানোর কাজ। উপজেলা প্রশাসনকে ভুল তথ্য দিয়ে ৫নং কৈখালী ইউনিয়নের পূর্বকৈখালী কালিন্দী নদীর ভাঙন কবলিত বেড়িবাঁধে বসানো হচ্ছে ওই পাইপ।

এলাকার জনসাধারণ বাঁধা দেওয়ার সময় দৈনিক পত্রদূত’র এই প্রতিবেদক সেখানে উপস্থিত হয়ে জানতে পারেন যে, কিছু অসাধু ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিল করার লক্ষ্যে উপজেলা প্রশাসনকে ভুল তথ্য দিয়ে ভয়াবহ কালিন্দী নদীর ওয়াপদার বেড়িবাঁধ সংস্কারের কাজ সমাপ্ত হওয়ার আগেই নিজেদের গায়ের জোরে পানি উন্নয়ন বোর্ডের অনুমতি ছাড়াই পাইপ বসানো হয়েছে। উপজেলা পানি উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তোয়াক্কা না করে পূর্ব কৈখালী গ্রামের নূর মোহাম্মদ মেম্বরের অর্থের বলে ওয়াপদার এসডিও কে ম্যানেজ করে তার কিছু বাহিনী দিয়ে পূর্ব কৈখালী গ্রামের এছোরদ্দিন গাজীর পুত্র আবু সাঈদ, শফিউল-্যাহ গাজীর পুত্র মালেক গাজী, আব্দুল আজিজ গাজীর পুত্র ফজর আলী গাজী, মৃত ওমেদ আলী গাজীর পুত্র আব্দুল খালেক, নুরুল ইসলাম গাজীর পুত্র আল-আমিন হোসেন এরা সবাই মিলে রাতের আঁধারে ওয়াপদার বেড়িবাঁধ ছিদ্র করে পাইপ বসিয়েছে।

এ ব্যাপারে এলাকাবাসী ভাঙন কবলিত বেড়িবাঁধ ছিদ্র করে পাইপ বসাতে বাঁধা দেওয়ায় আব্দুল মান্নান, আরমান আলী, আব্দুল আজিজ ও শহিদুল ইসলামকে থানায় মামলা দেওয়ার ভয় দেখিয়ে মারপিট করার হুমকি দেয়।
এদিকে উপজেলা পানি উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, কোন প্রকারে পাইপ বসানো যাবে না যদি পাইপগুলো সন্ধ্যার ভিতর তুলে না নেওয়া হয় তবে আমি মামলা দিতে বাধ্য হবো। উপকূলীয় অঞ্চলের মানুষের একটাই দাবি নোনা পানিতে ঘের করে ২/৫ জন লোকের সুবিধার জন্য আমাদের ব্যাপক ক্ষতি হচ্ছে।

এছাড়া আমাদের বসত ভিটায় কোন ফসলাদি সবজি লাগিয়ে খেতে পারিনা। আমাদের মা-বোনেরা গোসল করার জন্য অনেক দূরে যেতে হয়। খাবার পানির খুবই অভাব। আমরা অতি দরিদ্র হওয়ায় বাজার থেকে কোন কিছু কিনে খাওয়ার ক্ষমতা আমাদের নেই।
এব্যাপারে প্রধানমন্ত্রী, এমপি, উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামানা করছেন এলাকাবাসী।

The post শ্যামনগরের কৈখালীতে ভাঙন এলাকায় রাতের আঁধারে বসানো হচ্ছে পাইপ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3sHYepQ

No comments:

Post a Comment