Thursday, January 21, 2021

ভালোবাসার কম্বল https://ift.tt/eA8V8J

নাজমুল হাসান

সবার মতো নেই যে ওদের
তেল বা লোশন পায়ে,
শীতে কাঁপে নেই যে তবু
গরম কাপড় গায়ে।

শিমুল তুলার লেপটা গায়ে
ঘুমায় মুড়ে যখন,
শীতার্ত ওই মানুষগুলোর
মনে পড়ে তখন।

বুকের ভিতর সর্বদা যার
মানবতার দোলা,
গরীব লোকের জন্য তখন
সাজেন ফেরিওয়ালা।

মানবতার মণিকোঠায়
ভালোবাসাই সম্বল,
তখন দেখি জজ মহোদয়
দিলেন হাতে কম্বল।

The post ভালোবাসার কম্বল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3qEu5FX

No comments:

Post a Comment