পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন নৌকা প্রতীক বঙ্গবন্ধু ও বাঙালির বিজয়ের প্রতীক। এ প্রতীকের ইতিহাস ও ঐতিহ্য রয়েছে।
পাইকগাছায় ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌর সভার মেয়র পদে দল মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মেয়র সেলিম জাহাঙ্গীরকে ভোট দিয়ে আবারো নৌকার বিজয় করে চলমান উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখার আহবান জানান। রবিবার বিকেলে পাইকগাছা পৌরসভার জিরোপয়েন্টে ষোলআনা ব্যাবসায়ী সমবায় সমিতি লি. আয়োজনে নৌকা প্রতীকের নির্বাচনী পথ সভায় প্রধান অথিতির বক্তব্য এসব কথা বলেন। উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান বক্তা ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী, বিশেষ বক্তা ছিলেন জেলা সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এড. সোহরাব আলী সানা।
উপজেলা কৃষকলীগ আহবায়ক প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় জেলা, মহানগর ও উপজেলা আ’লীগ নেতৃবৃন্দের মধ্যে নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রিপন, দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগ, লিয়াকত হোসেন,অধ্যক্ষ শহীদুল হক মিন্টু, সায়েদুজ্জামান স¤্রাট, এসএম আকিল উদ্দীন, অমীয় অধিকারী, রনজিত কুমার ঘোষ,সফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী, ফয়জুল ইসলাম টিটো, দেবদুলাল বাড়ই বাপ্পি, আমীর হোসেন, এসএম রাসেল, আব্দুল কাদের, উপজেলা কমিটির সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, মেয়র সেলিম জাহাঙ্গীর, খায়রুল ইসলাম, এড. শেখ আব্দুর রশীদ প্রমুখ।
The post পাইকগাছায় নৌকার নির্বাচনী পথসভা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/39fnDQa
No comments:
Post a Comment