পাটকেলঘাটা প্রতিনিধি: কথায় আছে চোর না শোনে ধর্মের কাহিনী তারই বাস্তবতায় যোহরের নামাজরত অবস্থায় পাটকেলঘাটায় ছিদ্দিকীয়া মাদরাসার বাবুর্চির সাইকেল, মোবাইল ফোন, নগদ টাকা চুরি হয়েছে। সিসি ক্যামেরায় ব্যক্তির অস্পষ্টতা ধরা পড়লেও উদ্ধার হয়নি সাইকেলসহ অন্যান্য মালামাল। জানা গেছে, গত বুধবার ২০ জানুয়ারি পাটকেলঘাটা থানার ছিদ্দিকীয়া মাদরাসার বাবুর্চিসহ সকলে যোহরের নামাজ পড়ছিল। এ সময় চোর সুকৌশলে মাদরাসায় প্রবেশ করে বাবুর্চি খলিষখালী এনায়েতপুর গ্রামের মতিয়ার রহমানের বাইসাইকেল, ছাত্রবাসে ৩টি মোবাইল ফোন, নগদ ৭শত টাকা নিয়ে চলে যায়। যাওয়ার পথে খেয়াঘাটা রোডে সিসি ক্যামেরায় চোরকে সাইকেল চালিয়ে যেতে দেখা যাচ্ছে। এ দিকে গত মঙ্গলবার ১৯ জানুয়ারি গভীর রাতে হাইস্কুল রোড সংলগ্ন সাহা টেলিকমের সাটার ভেঙে ১লাখ ৬৫ হাজার টাকা ও রিথী টেলিকমের সাটার ভেঙে ১০হাজার টাকা ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। একই দিনে পাটকেলঘাটা পল্লিবিদ্যুৎ এলাকা থেকে একটি ইজিবাইক চুরি হয়ে যায়। এদিকে সাহা টেলিকমের মালিক বিজয় পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
The post পাটকেলঘাটায় চুরি appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2LXTqvS
No comments:
Post a Comment