পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টিকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রেবাবার সকালে বিষ্ণুপুর বাজারে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক তাপস মন্ডল, মনবাধিকার কর্মী রঘু নাথ খাঁ, শঙ্কর সরদার, সমীর ম-ল, বিধান সরকার, গোপাল ম-লসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ৯ বছরেও বিচার হয়নি ধর্ম অবমাননার কথিত অভিযোগে সাম্প্রদায়িক সহিংসতাকারিদের। ছয়জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে চার্জশীট হলেও নয় বছর পর পুন:তদন্ত শুরু হয়েছে। তারা অবিলম্বে হিন্দুদের ওপর নারকীয় নির্যাতনকারি ও মদতদাতাদের বিচার দাবি করেন।
তারা বলেন, এ বিচার না হওয়ায় সম্প্রতি কালিগঞ্জের বিষ্ণুপুরে সঞ্জয় সরদারের জমি দখলের চেষ্টা ও নির্যাতন চালানো হচ্ছে। কামদেবপুরে লক্ষ্মণ সাহার ঘেরে জবরদখল করে বাসায় লুটপাট করে আগুন লাগানো হয়েছে। শ্যামনগরের কাচড়াহাটিতে উৎপল ম-ল ও তার শরীকদের জমি অবৈধভাব্ েইজারা দেওয়ার পর রাতের আঁধারে জবরদখলে বাঁধা দেওয়ায় নয়জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।
The post কালিগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টিকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3p9awp3
No comments:
Post a Comment